এখানে আপনাদের জন্য “আল কোরানকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আল কোরানকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা - ইসলামী সঙ্গীত লিরিক্স
আল কোরানকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা
আজকে দ্যাখ সামনে এসে রক্ত মাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা।।
আজকে তাদের প্রশ্ন শুধু যেন
আলকোরানের দ্বীন আসেনা কেন।।
কেন আজও হয়না জয়ী মযলুম সবহারা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা।
আজকে তাদের সব দায়িত্ব যদি
মাথায় তুলে চলি নিরোবধি।।
তবেই হবে সফল আজি তাদের স্মরণ করা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তাঁরা।
সবাই এসো তাদের কাছে শিখি
জীবন দেবার জন্য লাগে যে কি।।
খোদার পথে কেমন করে কিভাবে যায় মরা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা।
খোদার পথে মরতে শেখে যারা
সকল যুগের সর্বজয়ী তাঁরা।।
তাদের পেয়ে হয়গো ধন্য মানুষ এবং ধরা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তাঁরা।
(১৯৮৫ সালে আল কোরানের অবমাননা বিরোধী মিছিলে শহীদ হওয়া জান্নাতি পাখীদের জন্য)
আজকে দ্যাখ সামনে এসে রক্ত মাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা।।
আজকে তাদের প্রশ্ন শুধু যেন
আলকোরানের দ্বীন আসেনা কেন।।
কেন আজও হয়না জয়ী মযলুম সবহারা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা।
আজকে তাদের সব দায়িত্ব যদি
মাথায় তুলে চলি নিরোবধি।।
তবেই হবে সফল আজি তাদের স্মরণ করা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তাঁরা।
সবাই এসো তাদের কাছে শিখি
জীবন দেবার জন্য লাগে যে কি।।
খোদার পথে কেমন করে কিভাবে যায় মরা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা।
খোদার পথে মরতে শেখে যারা
সকল যুগের সর্বজয়ী তাঁরা।।
তাদের পেয়ে হয়গো ধন্য মানুষ এবং ধরা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তাঁরা।
(১৯৮৫ সালে আল কোরানের অবমাননা বিরোধী মিছিলে শহীদ হওয়া জান্নাতি পাখীদের জন্য)
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স