হাসো প্রান খুলে হাসো - লিরিক্স

এখানে আপনাদের জন্য “হাসো প্রান খুলে হাসো” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

হাসো প্রান খুলে হাসো - ইসলামী সঙ্গীত লিরিক্স

হাসো প্রান খুলে হাসো
ধীরে কিবা জোরে হাসো,
বোকা বানিয়ে হাসো
হেসে হেসে সুখে ভাসো,
হাসির জোয়ারে সবে হওগো আকুল,
এপ্রিল ফুল, আজি এপ্রিল ফুল।

গ্রানাডার মসজিদে জ্বললো আগুব এই দিনে হায়,
অসহায় বন্দি মুস্লিম মা বোন পুড়ে হলো ছায়।
এ কি হাসির কথা!
একি স্বপ্রের কথা!
কোন লজ্জায় হাসো! হায়রে বেভুল!
এপ্রিল ফুল, ধিক! এপ্রিল ফুল!

বিশ্বজুড়ে আজো কত ফার্দিনান্দ জেগেছে,
তোমাদের রক্তে ওদের কালো হাত রেঙ্গেছে।
আর ঘুমাবে কত!
বসে থাকবে কত!
কোন লজ্জায় হাসো! হায়রে বেভুল!
এপ্রিল ফুল! ধিক! এপ্রিল ফুল!

হাসো প্রান খুলে হাসো
ধীরে কিবা জোরে হাসো,
বোকা বানিয়ে হাসো
হেসে হেসে সুখে ভাসো,
ধিক! শত ধিক! হাসো কন লজ্জায়!
গ্রানাডার মসজিদ কাঁদে নিরালায়।

আব্দুস শাকুর তুহিন

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন