পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ- বিস্তারিত

পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ

পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ

প্রশ্ন-১. দৈব ত্রুটি কাকে বলে?

উত্তর : কোন রাশিকে কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে।


প্রশ্ন-২. ব্যাকল্যাশ ত্রুটি কী?

উত্তর : ক্রমাগত ব্যবহারের ফলে স্ক্রু ক্ষয় হয়ে আলাদা হয়ে পড়ে ফলে স্ক্রুকে উভয় দিকে একই পরিমাণ ঘূর্ণনে সরণ সমান হয় না, একে ব্যাকল্যাশ ত্রুটি বলে।


প্রশ্ন-৩. মাত্রা সমীকরণ কাকে বলে?

উত্তর : রাশিগুলোর মাত্রা যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে।


প্রশ্ন-৪. মাত্রা কী?

উত্তর : ভৌত রাশিকে প্রকাশ করতে যে সূচক ব্যবহার করা হয় তাকে মাত্রা বলে।


প্রশ্ন-৫. পরিমাপের একক কী?

উত্তর : যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়, তাকে পরিমাপের একক বলে।


প্রশ্ন-৬. স্লাইড ক্যালিপার্স কী?

উত্তর : স্লাইড ক্যালিপার্স হল মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বয়ে গঠিত উন্নত ধরনের স্কেল, যার সাহায্যে সূক্ষ্ম পরিমাপ করা যায়।


প্রশ্ন-৭. রাশি কী?

উত্তর : ভৌত জগতের যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে।


প্রশ্ন-৮. পরিমাপ কী?

উত্তর : কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ।


প্রশ্ন-৯. কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন?

উত্তর : কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন প্ল্যাঙ্ক।


প্রশ্ন-১০. বোসন কার নাম থেকে এসেছে?

উত্তর : বোসন সত্যেন্দ্র নাথ বসুর নাম থেকে এসেছে।

প্রশ্ন-১১. সিলিন্ডারটির যে কোন জায়গায় সমকোণে দুইবার মাপ নিতে হয় কেন?

উত্তর : সিলিন্ডারটি যদি সম্পূর্ণ বৃত্তাকার না হয় তাহলে একবার পাঠ নিলে ভুল হতে পারে তাই সমকোণে দুইবার পাঠ নেয়া হয়।


প্রশ্ন-১২. কোন সিলিন্ডারের দৈর্ঘ্য জানা থাকলে নিক্তির সাহায্যে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবে?

উত্তর : নিক্তির সাহায্যে আয়তন নির্ণয় করে উচ্চতা দিয়ে ভাগ দিলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাওয়া যায়।


প্রশ্ন-১৩. সিলিন্ডারটির বিভিন্ন স্থানে পাঠ নিতে হয় কেন?

উত্তর : সিলিন্ডারটির ব্যাস সুষম হতে পারে, তাই বিভিন্ন স্থানে পাঠ নিয়ে গড় নির্ণয় করলে ভুলের পরিমাণ কম হয়।


প্রশ্ন-১৪. পরিমাপের ভিত্তিতে রাশিকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : পরিমাপের ভিত্তিতে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়।


প্রশ্ন-১৫. স্ক্রু গজের নীতি কী?

উত্তর : স্ক্রু ও নাট নীতির ওপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়েছে।


প্রশ্ন-১৬. π-এর মান কত?

উত্তর : π-এর মান 3.1416।


প্রশ্ন-১৭. মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য কি?

উত্তর : মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–

  • যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য অপর কোনো ভৌত রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে মৌলিক রাশি বলে। অপরদিকে, যে সকল ভৌত রাশিকে সুষ্ঠুভাবে প্রকাশের জন্য একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয়, তাদেরকে লব্ধ রাশি বলে।
  • SI পদ্ধতিতে মৌলিক রাশি মাত্র সাতটি, কিন্তু লব্ধ রাশি অসংখ্য।
আশা করি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন