ক্যাসিনো কি? ক্যাসিনোর ইতিহাস- বিস্তারিত

ক্যাসিনো কি? ক্যাসিনোর ইতিহাস:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ক্যাসিনো কি? ক্যাসিনোর ইতিহাস বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ক্যাসিনো কি? ক্যাসিনোর ইতিহাস

ক্যাসিনো কি? ক্যাসিনোর ইতিহাস

ক্যাসিনো (Casino) হচ্ছে জুয়া খেলার নির্দিষ্ট আসর। সাধারণত নামি-দামি হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, দর্শনীয় স্থানের পাশে বা কাছেই এর অবস্থান হয়ে থাকে। অনেক সময় জুয়াড়িদের মনোরঞ্জন কিংবা উৎসাহ দেয়ার জন্য থাকেন সুন্দরী মডেল কিংবা পার্টি গার্ল।

ক্যাসিনোর ইতিহাস (History of Casino)

বিশ্বের প্রায় সব দেশেই ক্যাসিনোর প্রচলন থাকলেও এর উৎপত্তির সঠিক ইতিহাস জানা যায়নি। ১৬৬৮ সালে ইউরোপের ইতিহাসে ইতালির ভেনিসে প্রথম রিডোট্ট নামে এক ক্যাসিনো তৈরি করা হয়েছিল। তবে সামাজিক অবক্ষয়ের কথা ভেবে ১৭৭৪ সালে সেই শহরের প্রধান সেটি বন্ধ করে দেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রথম ক্যাসিনোর নাম স্যালুন্স। এটি তৈরি হয়েছিল পর্যটকদের জন্য। এখানে পর্যটকরা জুয়ার সাথে আড্ডা দেয়া, ড্রিংকস করার সুযোগ পেতো। খুব অল্প সময়ের মধ্যে এটি স্যান ফ্রান্সিকো, নিউ অরলিন্স, সেন্ট লুইস, শিকাগো শহরে জনপ্রিয় হয়ে ওঠে। বিশ শতকের দিকে আমেরিকার সর্বত্র ক্যাসিনো ছড়িয়ে পড়ে।

সব ক্যাসিনোই কিন্তু জুয়া খেলার কাজে ব্যবহার করা হয় না। ক্যালিফোর্নিয়ার শান্তা কাতালিনা দ্বীপের কাতালিনা ক্যাসিনোতে কখনো জুয়া খেলা হয়নি, কারণ যখন এটা তৈরি করা হয় সে সময়ে ক্যালিফোর্নিয়ায় জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ডেনমার্কের কোপেনহেগেন ক্যাসিনো একটি থিয়েটার হিসেবে ব্যবহৃত হতো। ১৮৪৮ সালে আন্দোলনের সময় এখানকার গণজমায়েতের কারণে এটা পরিচিতি লাভ করে। এ আন্দোলন ডেনমার্ককে একটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত করে। ১৯৩৭ সাল পর্যন্ত এটা ডেনিশ থিয়েটার নামে সুপরিচিত ছিল। ফিনল্যান্ডের হাংকো ক্যাসিনোতেও কখনো জুয়া খেলা হয়নি। উনিশ শতকের শেষের দিকে এটা স্পা রিসোর্ট হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটা রেস্তোরা হিসেবে ব্যবহৃত হচ্ছে। জার্মান এবং স্প্যানিশ ভাষায় ক্যাসিনো বা ক্যাসিনো দ্বারা অফিসার মেস বোঝানো হয়।


আশা করি ক্যাসিনো কি? ক্যাসিনোর ইতিহাসএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন