এখানে আপনাদের জন্য “বন্ধুগো আয় গাইনা সবাই” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
বন্ধুগো আয় গাইনা সবাই - ইসলামী সঙ্গীত লিরিক্স
বন্ধুগো আয় গাইনা সবাই
গাইবো সবাই মিলে নুর নবিজির গান
প্রেমে প্রেমে প্রানের সুরে
সুরে সুরে এসো ধরি মধুর তান।।
যে নবীজি ছোট্ট বেলায় ছিলেন বড় ভাল
কাজের মাঝে খুঁজে পেতেন শান্তি সুরের আলো
মিথ্যা কভু বলতেন না
পাপের পথে চলতেন না
সেই নবীজির প্রেমে প্রেমে কন্ঠে আসুক সুরের বাণ।।
জিব্রিল তাকে বলেছিলেন পড় আল্লাহর নামে
তোমার প্রভুর পথে ডাক ঘাম ও খুনের দামে
সে আদেশের অন্যথা তার হয়নিকো জীবনে
সে ইতিহাস গেয়ে গেয়ে রাখবো যে স্মরনে
কখনো তা ভুলবো না
তার মতনই ন্যায়ের পথে ধরব মোরা অসি খরসান।।
গাইবো সবাই মিলে নুর নবিজির গান
প্রেমে প্রেমে প্রানের সুরে
সুরে সুরে এসো ধরি মধুর তান।।
যে নবীজি ছোট্ট বেলায় ছিলেন বড় ভাল
কাজের মাঝে খুঁজে পেতেন শান্তি সুরের আলো
মিথ্যা কভু বলতেন না
পাপের পথে চলতেন না
সেই নবীজির প্রেমে প্রেমে কন্ঠে আসুক সুরের বাণ।।
জিব্রিল তাকে বলেছিলেন পড় আল্লাহর নামে
তোমার প্রভুর পথে ডাক ঘাম ও খুনের দামে
সে আদেশের অন্যথা তার হয়নিকো জীবনে
সে ইতিহাস গেয়ে গেয়ে রাখবো যে স্মরনে
কখনো তা ভুলবো না
তার মতনই ন্যায়ের পথে ধরব মোরা অসি খরসান।।
-সালমান আযামী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স