ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ কই সে মুসলমান - লিরিক্স

এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ কই সে মুসলমান” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ কই সে মুসলমান - লিরিক্স

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ কই সে মুসলমান - ইসলামী সঙ্গীত লিরিক্স

সত্যের নামে সংগ্রামী ছিল
অন্যায় রোধে বিপ্লবী ছিল
কোথা সে মুসলমান, কই সে মুসলমান
জেহাদের মাঠে দুর্জয় ছিল
আল্লা’র রাহে নির্ভয় ছিল
কোথা সে মুসলমান, কই সে মুসলমান!
মৃত বিয়াবানে প্রানের ফুয়ারা এনে
যারা রচেছিল ছায়া সুনিবিড় নীড়
মরু দুর্দিনে বজ্রের ঝড় ঠেলে
যারা খুঁজেছিল নোনা দরিয়ার তীর
আঁধারের বুকে হেনেছিল বাণ
যারা গেয়েছিল সাম্যের গান
কোথা সে মুসলমান, কই সে মুসলমান!
আধেক জাহানে সোনালী সুদিন এঁকে
যারা লিখেছিল শান্তির স্বরলিপি
উপমাবিহীন আজাদির কথা কয়ে
যারা ফিরেছিল সারাটি জাহান ব্যাপি
সাহারার প্রানে সুধা অফুরান
ঢেলে দিয়ে যারা হলো মহীয়ান
কোথা সে মুসলমান, কই সে মুসলমান!

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন