সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি?- বিস্তারিত

সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি?

সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি?

সালোকসংশ্লেষণ এবং শ্বসন জীবদেহের দুইটি প্রধান জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই দুইটি প্রক্রিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সৌর শক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধ করে, শ্বসনের মাধ্যমে জীবদেহ সেই শক্তিকে বিভিন্ন জৈবিক কাজের জন্য মুক্ত করে।

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 গ্রহণ করা হয় এবং O2 নির্গত হয়, আবার শ্বসন প্রক্রিয়ায় O2 গ্রহণ করা হয় এবং CO2 নির্গত হয়। এভাবে এ দুটি প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে O2 এবং CO2 গ্যাসের সঠিক অনুপাত রক্ষা হয়।
আশা করি সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন