পরমাণু কি? পরমাণু আধান নিরপেক্ষ কেন?- বিস্তারিত

পরমাণু কি? পরমাণু আধান নিরপেক্ষ কেন?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা পরমাণু কি? পরমাণু আধান নিরপেক্ষ কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পরমাণু কি? পরমাণু আধান নিরপেক্ষ কেন?

পরমাণু কি? পরমাণু আধান নিরপেক্ষ কেন?

পরমাণু হচ্ছে কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ঐ মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে, যা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পরমাণু প্রধানত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি কণা দিয়ে তৈরি।

পরমাণু আধান নিরপেক্ষ কেন?

আমরা জানি, পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান থাকে। অর্থাৎ একটি পরমাণুতে যতটি ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে। আর এ ইলেকট্রন ও প্রোটন পরস্পরের ক্রিয়ায় নাকচ হয় ফলে পরমাণু আধান নিরপেক্ষ।


আশা করি পরমাণু কি? পরমাণু আধান নিরপেক্ষ কেন?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন