এখানে আপনাদের জন্য “যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে
যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে
ভেসে আসে জিহাদের সুর
তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ
হোকনা সে দূর বহূদূর।।
এ পথে যদি যেয়ে কেটে যায় ডান হাত
বা হাতে করব জিহাদ
আসুক যত ঝড় বাঁধার শত পাহাড়
আসুক শত বিপদ
এগিয়ে যাব আমি বাঁধার পাহাড় দলে
থামবনা আমি কভু আর।।
জীবনের সব স্বাধ করে দিয়ে বিঃস্বাধ
এগিয়ে চলে মুজাহিদ
রনাঙ্গনে যেয়েও তাদের কামনা
কবুল কর শাহাদাত
কোরানের বাণীগুলো পৌঁছাতে দ্বারে দ্বারে
ছুটছে ওরা বারেবার।।
যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে
ভেসে আসে জিহাদের সুর
তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ
হোকনা সে দূর বহূদূর।।
এ পথে যদি যেয়ে কেটে যায় ডান হাত
বা হাতে করব জিহাদ
আসুক যত ঝড় বাঁধার শত পাহাড়
আসুক শত বিপদ
এগিয়ে যাব আমি বাঁধার পাহাড় দলে
থামবনা আমি কভু আর।।
জীবনের সব স্বাধ করে দিয়ে বিঃস্বাধ
এগিয়ে চলে মুজাহিদ
রনাঙ্গনে যেয়েও তাদের কামনা
কবুল কর শাহাদাত
কোরানের বাণীগুলো পৌঁছাতে দ্বারে দ্বারে
ছুটছে ওরা বারেবার।।
-আবুল আলা মাসুম-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স