এখানে আপনাদের জন্য “আল্লাহর পথে যারা দিয়েছে জীবন” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন - ইসলামী সঙ্গীত লিরিক্স
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে চেতনায় আমাদের
ওরা আছে প্রেরনায় আমাদের
ওরা আছে সংগ্রামে সাধনায়...
দুর্বার দুর্গম অপরাজিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে অলখে আমাদের
ওরা আছে পলকে আমাদের
ওরা আছে মিছিলে মিছিলে...
চিরদিন চিরচেনা পরিচিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে সাহসে আমাদের
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে চেতনায় আমাদের
ওরা আছে প্রেরনায় আমাদের
ওরা আছে সংগ্রামে সাধনায়...
দুর্বার দুর্গম অপরাজিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে অলখে আমাদের
ওরা আছে পলকে আমাদের
ওরা আছে মিছিলে মিছিলে...
চিরদিন চিরচেনা পরিচিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে সাহসে আমাদের
ওরা আছে সমুখে আমাদের
ওরা হল শহীদি জীবনের...
সংগ্রামী পতাকা উচ্চকিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা হল শহীদি জীবনের...
সংগ্রামী পতাকা উচ্চকিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স