শতাব্দী আজ ডাকছে তোমায় - লিরিক্স

এখানে আপনাদের জন্য “শতাব্দী আজ ডাকছে তোমায়” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

শতাব্দী আজ ডাকছে তোমায় - লিরিক্স

শতাব্দী আজ ডাকছে তোমায় - ইসলামী সঙ্গীত লিরিক্স

শতাব্দী আজ ডাকছে তোমায়
আগামী দিনের সে সূর্য সেনা
শান্তি খোঁজে ঐ মানবতা,
শান্তি কোথাও পায়না।।
শান্তির শ্বেত পাখী হারিয়ে গেছে
হাহাকার চারিদিকে ছেয়েছে
ক্ষুধিত মানুষ ঐ পথের পাশে
মুখ গুঁজে চুপে পড়ে রয়েছে
দুখীর তরে সুখের প্রভাত
আনতে কি পথ চলবে না?
অত্যাচারির ঐ প্রাসাদ ভেঙ্গে
কোরানের আলো দাও ছড়িয়ে
মজলুমানের মুখে হাসি ফোঁটাতে
সুখের দীপ দাও জ্বালিয়ে
বাধার প্রাচির আসুক যত সে তমার পদতলে থাকনা।।

-আব্দুল হালিম চৌধুরী-

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন