এখানে আপনাদের জন্য “খোদা তুমি কোথায় তুমি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
খোদা তুমি কোথায় তুমি - ইসলামী সঙ্গীত লিরিক্স
খোদা তুমি কোথায় তুমি কোথায়
বান্দা তোমারে খুঁজে ফেরে নিতি
তোমারি করুনা চায়।
বেদনার বারি লয়ে আঁখিপাতে
খুঁজি মসজিদ খুঁজি দরগাতে
দুখের সাহাবা পারায়ে খুঁজেছি
মক্কা আর মদিনায়।।
পাঞ্জেগানা নামাযের শেষে ডাকিয়াছি মোনাজাতে
কেঁদেছি তোমার দিদারের আশে নিঁধারা কত রাতে।
হে অদেখা তুমি ধেয়ানে আমার
আসিবে নাকি গো ডাকি বারবার।
গোনাহগার বলি বান্দারে তব
ফিরাবে কি নিরাশায়।।
-সাঈদ সিদ্দিকী-
বান্দা তোমারে খুঁজে ফেরে নিতি
তোমারি করুনা চায়।
বেদনার বারি লয়ে আঁখিপাতে
খুঁজি মসজিদ খুঁজি দরগাতে
দুখের সাহাবা পারায়ে খুঁজেছি
মক্কা আর মদিনায়।।
পাঞ্জেগানা নামাযের শেষে ডাকিয়াছি মোনাজাতে
কেঁদেছি তোমার দিদারের আশে নিঁধারা কত রাতে।
হে অদেখা তুমি ধেয়ানে আমার
আসিবে নাকি গো ডাকি বারবার।
গোনাহগার বলি বান্দারে তব
ফিরাবে কি নিরাশায়।।
-সাঈদ সিদ্দিকী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স