আমার এই কণ্ঠের যতটুকু সুর - লিরিক্স

এখানে আপনাদের জন্য “আমার এই কণ্ঠের যতটুকু সুর” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

আমার এই কণ্ঠের যতটুকু সুর

আমার এই কণ্ঠের যতটুকু সুর - ইসলামী সঙ্গীত লিরিক্স

আমার এই কণ্ঠের যতটুকু সুর,
সবটুকু দান সেই মহান প্রভুর ॥
সুরেরও কারুকাজে নেই তো কিছুই আমার
তবু আমি গেয়ে যাই
যেতে চাই যেতে চাই
আলোর পথে বহুদুর।
কথারও মালা বোনে আকাশের তারা,
সুর নেমে আসে বেয়ে ঝর্ণাধারা ॥
তারাদের কথা আর ঝর্ণার সুরে গান গেয়ে যায়
কণ্ঠে যদি মেলে বেলালের সুর।
প্রভুরও কৃপা ঝরে ছন্দে ছন্দে,
অনত্ম্যমিলের ছোঁয়া বকুলের গন্ধে ॥
ছন্দে ছন্দে বকুলের গন্ধে গান রচে যাই
এ হৃদয়ে যদি মেলে আল্লাহর নূর।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন