এখানে আপনাদের জন্য “আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর - ইসলামী সঙ্গীত লিরিক্স
আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর
আমি বলি খোদার পথেই হোক এ জীবন পার।
নিজের জন্যে করলিনা তুই কিছু
আল্লাহ্ জানেন ঘুরিস কাদের পিছু!
কিযে করিস কথায় থাকিস বুঝিনে কারবার,
আমি বলি খোদার পথেই হোক এ জীবন পার।
যে পথ ধরে চলতে বলেন আল্লাহ্ কাদের গনী
আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি!?
আল কোরানের আহ্বানেও মা ঘর ছেড়ে কি বাহির হবনা?!
চোখ মুছে মা চুপ করে যান ফুরায় কথা তাঁর
একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভার।
আমি বলি খোদার পথেই হোক এ জীবন পার।
নিজের জন্যে করলিনা তুই কিছু
আল্লাহ্ জানেন ঘুরিস কাদের পিছু!
কিযে করিস কথায় থাকিস বুঝিনে কারবার,
আমি বলি খোদার পথেই হোক এ জীবন পার।
যে পথ ধরে চলতে বলেন আল্লাহ্ কাদের গনী
আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি!?
আল কোরানের আহ্বানেও মা ঘর ছেড়ে কি বাহির হবনা?!
চোখ মুছে মা চুপ করে যান ফুরায় কথা তাঁর
একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভার।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স