এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ও প্রেমের নবী” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ও প্রেমের নবী - ইসলামী সঙ্গীত লিরিক্স
ও প্রেমের নবী
ও প্রেমের নবী
ও ধ্যানের ছবি
তোমার পানে চেয়ে ব্যাকুল ধরা।
ও রবির রবি
ও শ্রেষ্ঠ নবী
তোমার ছোঁয়ায় ভাঙ্গে লৌহকারা।।
তোমার পথের সোনার রেখা
মুক্তির জওহর তসবীর আঁকা
নির্যাতিত প্রানে জাগায় সাড়া,
ও খোদার রাসুল
ও নেতা নির্ভূল
তোমায় বিনে স্বদেশ যায়না গড়া।।
তুমি সেরা বিপ্লবী যে
তুমি সেরা সংগ্রামী যে
জুলুম নিপাত যায়না তুমি ছাড়া।
ও সেনাপতি
ও মহামতি
তোমার পানে চেয়ে সর্বহারা।।
তোমার প্রানের সুষমাতে
নিখিল ভুবন ওঠে মেতে
তোমার প্রেমে সবই আপনহারা।
ও কামলিওয়ালা
ও কাওসারওয়ালা
সাগর তোমার নামে পাগলপারা।।
ও প্রেমের নবী
ও ধ্যানের ছবি
তোমার পানে চেয়ে ব্যাকুল ধরা।
ও রবির রবি
ও শ্রেষ্ঠ নবী
তোমার ছোঁয়ায় ভাঙ্গে লৌহকারা।।
তোমার পথের সোনার রেখা
মুক্তির জওহর তসবীর আঁকা
নির্যাতিত প্রানে জাগায় সাড়া,
ও খোদার রাসুল
ও নেতা নির্ভূল
তোমায় বিনে স্বদেশ যায়না গড়া।।
তুমি সেরা বিপ্লবী যে
তুমি সেরা সংগ্রামী যে
জুলুম নিপাত যায়না তুমি ছাড়া।
ও সেনাপতি
ও মহামতি
তোমার পানে চেয়ে সর্বহারা।।
তোমার প্রানের সুষমাতে
নিখিল ভুবন ওঠে মেতে
তোমার প্রেমে সবই আপনহারা।
ও কামলিওয়ালা
ও কাওসারওয়ালা
সাগর তোমার নামে পাগলপারা।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স