লাখো শহীদের রক্তে লেখা - লিরিক্স

এখানে আপনাদের জন্য “লাখো শহীদের রক্তে লেখা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

লাখো শহীদের রক্তে লেখা - ইসলামী সঙ্গীত লিরিক্স

লাখো শহীদের রক্তে লেখা
আমার এই বাংলাদেশ
কত ঘাম কত কথা কত রক্ত ব্যাথা
এরপর ফিরে পাওয়া হাড়ানো স্বাধীনতা
স্বাধীনতা, স্বাধীনতা
স্বাধীনতা, স্বাধীনতা
চারিদিকে চুপচাপ নিশ্চুপ কোলাহল
বন্ধুর আহবান যুদ্ধে যাবি চল!!
কোষে কোষে বিদ্রোহ নতুন এক জাগরন
স্বদেশের জন্য লড়ে যাব আমরণ...
এ হে হে...
আপন জনের সুখ মাখা দিন রাত্রী শেষে
বিদায়ের সুর ভাসে বিষ...ন্ন বাতাসে
ও...
তোমাদের তরে এক শান্তির দেশ
এনে দিতে যুদ্ধে যাচ্ছি আমি
ভয় পেয়োনা ওগো স্বজন আমার
দোয়া কর কভু যেনো
পিছু না নামি।


মা... মা...মা...
সিরাজের এই দেশ
তিতুমির বেরলভী শরিয়তুল্লাহ
ক্ষুদিরাম... সেই সাথে অজানা কত
ত্যাগীদের এই দেশ...
অন্যায় অনাচার শোষণের হাত থেকে
মুক্ত করতে আমি যাচ্ছি মাগো...
তোমার ঐ মায়া ভরা আঁচলে জড়িয়ে
আমায় তুমি আর বেঁধে রেখ নাগো...
যুদ্ধে যাচ্ছি মাগো তোমার ছেলে...
দোয়া কর শুধু তার জন্য
যদি আর কোনোদিন ফিরে না আসিও
তবুও এ জীবন হবে মোর ধন্য...
এক শহীদের... মা হবে তুমি...
এক শহীদের... মা হবে তুমি...
শহীদের মা...
এরপর একদিন থেমে যায় যুদ্ধ
সব পাখি ফিরে আসে আপন নীড়ে
তবু একজন আজো অপেক্ষায়
ছেলে তার আসেনি ফিরে...
দিয়ে গেছে সবুজ সোনালী স্বদেশ
হাজারো শহীদের ভিরে...
আমার সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ...

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন