কুল আলমের রহমত - লিরিক্স

এখানে আপনাদের জন্য “কুল আলমের রহমত” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

কুল আলমের রহমত - লিরিক্স

কুল আলমের রহমত - ইসলামী সঙ্গীত লিরিক্স

কুল আলমের রহমত,- যাঁর
প্রশস্তি গাহে কাল,
স্মৃতি নিয়ে তার আসিল আবার
রবিউল আউয়াল।।
সে দিনের কথা পড়ে আজ মনে
মহামানবের জাগরন ক্ষনে
মানবিকতার চিহ্ন ধরার
পথে যবে পয়মাল।।
সে দিন মানুষ নেমেছিল হায়
স্বার্থান্ধের নাম ভূমিকায়,
ঈমান- আমান সাম্য বিধান
ভুলে যেন পশু পাল।।
অন্ধ রাতের নিকষ আঁধারে
ছিল সে বন্দি তিমির পাথারে,
পেয়ে ছিল ঘোর সুপ্তির ডোর
জড়তার মায়া জাল।।
চির সত্যের পয়গাম দিতে
আসিলেন যবে নবী ধরণীতে
মিথ্যা পাপের মূল তিমিরের
কাঁপিল টালমাটাল।।
তৌহিদী আলো মানবিকতার
খুলে দিল সব নিরুদ্ধ দ্বার,
পাড়ি দিল তারা গিরি ও সাহারা
মমুদ্র উত্তাল।।
সকল মিথ্যা সঙ্কীর্ণতা
‘ল সে হারানো অতীতের কথা,
মানুষের তরে মুক্ত সাগরে
যাত্রি ধরিল হাল।।

-ফররুখ আহমেদ-

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন