এখানে আপনাদের জন্য “যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি - ইসলামী সঙ্গীত লিরিক্স
যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন রবে কিছুই রবে শুধু তুমি
আমি যে তোমার তুমি আমারই যে তাই
শুধুই তোমাকে চাই
দিনের শুরুতে আমি তোমাকে চাই
রাতের শেষেও আমি তোমাকে চাই
ঘুম ঘুম চোখে আমি তোমাকে চাই
শুধু তোমাকে চাই
পরম আনন্দে আমি তোমাকে চাই
গভীর শোকেও আমি তোমাকে চাই
হপ্তাশা বেথায় আমি তোমাকে চাই
শুধুই তোমাকি চাই
মরনের মুখে আমি তোমাকে চাই
একাকি কবরে আমি তোমাকে চাই
কঠিন বিচার দিনে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই
হিসাবের খাতা হাতে তোমাকে চাই
পুলসিরাতের কাছে তোমাকে চাই
ফেরদাউসের পাশে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই
কথাঃ খাদিজা আক্তার রেজায়ী
সুরঃ মশিউর রহমান
শিল্পিঃ এস এম শামীমুল হক
যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন রবে কিছুই রবে শুধু তুমি
আমি যে তোমার তুমি আমারই যে তাই
শুধুই তোমাকে চাই
দিনের শুরুতে আমি তোমাকে চাই
রাতের শেষেও আমি তোমাকে চাই
ঘুম ঘুম চোখে আমি তোমাকে চাই
শুধু তোমাকে চাই
পরম আনন্দে আমি তোমাকে চাই
গভীর শোকেও আমি তোমাকে চাই
হপ্তাশা বেথায় আমি তোমাকে চাই
শুধুই তোমাকি চাই
মরনের মুখে আমি তোমাকে চাই
একাকি কবরে আমি তোমাকে চাই
কঠিন বিচার দিনে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই
হিসাবের খাতা হাতে তোমাকে চাই
পুলসিরাতের কাছে তোমাকে চাই
ফেরদাউসের পাশে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই
কথাঃ খাদিজা আক্তার রেজায়ী
সুরঃ মশিউর রহমান
শিল্পিঃ এস এম শামীমুল হক
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স