শিরা ও ধমনী কাকে বলে?- রসায়ন [Update]

শিরা ও ধমনী কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা শিরা ও ধমনী কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

শিরা ও ধমনী কাকে বলে?

শিরা ও ধমনী কাকে বলে?

শিরা : দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তবাহী নালী হূদযন্ত্রের দিকে সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাদেরকে শিরা বলে।

ধমনী : যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় তাদেরকে ধমনী বলে।

ধমনীর মধ্যে দিয়ে রক্তের সাথে অক্সিজেন পরিবাহিত হয়। কিন্তু শিরার মধ্যে দিয়ে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে শিরা ও ধমনী কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন