ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য- রসায়ন [Update]

ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য

ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য

ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

  •  ধাতুসমূহ বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী, কিন্তু অধাতু সমূহ বিদ্যুৎ ও তাপ অপরিবাহী।
  •  ধাতুসমূহের বিশেষ দ্যুতি আছে, অপরদিকে অধাতুসমূহের দ্যুতি নেই। অধাতুসমূহ আলো বিকিরণ করতে পারে না।
  •  ধাতু ঘাত সহনশীল ও নমনীয়, কিন্তু অধাতু ঘাত সহনশীল ও নমনীয় নয়।
  •  ধাতুকে আঘাত করলে টুনটুন শব্দ হয়, কিন্তু অধাতু কে আঘাত করলে টুনটুন শব্দ হয় না।
  • ধাতুসমূহকে জোড়া লাগানো যায়, অপরদিকে অধাতু সমূহকে জোড়া লাগানো যায় না।
  •  ধাতু সমূহ অপেক্ষাকৃত উচ্চ গলনাংক ও স্ফুটনাঙ্ক  বিশিষ্ট, কিন্তু অধাতু সাধারণত অপেক্ষাকৃত নিম্ন গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন