ব্যাকটেরিয়া কি?- রসায়ন [Update]

ব্যাকটেরিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ব্যাকটেরিয়া কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ব্যাকটেরিয়া কি?- রসায়ন [Update]

ব্যাকটেরিয়া কি?

ব্যাকটেরিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত। ১৬৭৫ সালে অ্যান্টনি ফন লিউয়েন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া অতিক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। এদের নিউক্লিয়াসে কোন নিউক্লিয়ার আবরণী থাকে না। 

এরা অক্সিজেনের উপস্থিতিতে কিংবা অনুপুস্থিতিতে বাঁচতে পারে। ব্যাকটেরিয়া পরজীবী, মৃতজীবী অথবা স্বভোজী হতে পারে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ব্যাকটেরিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন