ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়?- রসায়ন [Update]

ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়?

ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়?

জনসংখ্যা বৃদ্ধির সাথে জ্বালানির ব্যবহার অধিক হারে বেড়ে যাচ্ছে। মানুষ তাদের প্রয়োজন মেটানোর জন্য জ্বালানির দহনের ফলে উৎপন্ন শক্তি ব্যবহার করছে। 

জ্বালানি দহনের ফলে

CO₂ ; NO₂ ; CO ; SO₂ ; NO এবং অব্যবহৃত জ্বালানি CH₄ ইত্যাদি গ্যাস উৎপন্ন হয়। গ্যাসগুলি উৎপন্ন হওয়ার পর পরিবেশের সঙ্গে যুক্ত হচ্ছে। এরা সূর্যের আলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি করে। একে ফটোকেমিক্যাল ধোঁয়া বলে। এভাবে ফটোকেমিক্যাল ধোঁয়ার সৃষ্টি হয়।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন