ভোল্টায়িক কোষ ও লবণসেতু কাকে বলে?- রসায়ন [Update]

ভোল্টায়িক কোষ ও লবণসেতু কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ভোল্টায়িক কোষ ও লবণসেতু কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ভোল্টায়িক কোষ ও লবণসেতু কাকে বলে

ভোল্টায়িক কোষ ও লবণসেতু কাকে বলে?

ভোল্টায়িক কোষঃ  যে কোষে, কোষের ভিতরের পদার্থসমূহ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে তাকে ভোল্টায়িক কোষ বলে।

 লবণসেতুঃ  U আকৃতির কাচের নলের মধ্যে আগার-আগার জেলির সাথে NH₄Cl ; NH₄NO₃; KCl মিশ্রিত করে কাচের নলকে পূর্ণ করে নলের দুই মুখ তুলো দ্বারা বন্ধ করলে একে লবণ সেতু বলে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ভোল্টায়িক কোষ ও লবণসেতু কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন