থ্যালাসিমিয়া কি?- রসায়ন [Update]

থ্যালাসিমিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা থ্যালাসিমিয়া কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

থ্যালাসিমিয়া কি?

থ্যালাসিমিয়া কি?

মানবদেহে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতা সৃষ্টি হলে তাকে থালাসিমিয়া বলে।

থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ। এ রোগে আক্রান্ত ব্যাক্তির লোহিত রক্ত কণিকা ভেঙ্গে গিয়ে রক্তশূন্যতার সৃষ্টি হয়। থ্যালাসিমিয়া মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। যখন মাতা ও পিতা উভয়ের অটোজমে এই জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে থালাসেমিয়া রোগের সৃষ্টি হয়। শিশু অবস্থায় এ রোগের প্রকাশ ঘটে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে থ্যালাসিমিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন