ক্যালসিয়াম কার্বাইড কি? PV = nRT সূত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো- বিস্তারিত

ক্যালসিয়াম কার্বাইড কি? PV = nRT সূত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ক্যালসিয়াম কার্বাইড কি? PV = nRT সূত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ক্যালসিয়াম কার্বাইড কি? PV = nRT সূত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো

ক্যালসিয়াম কার্বাইড কি? PV = nRT সূত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো

ক্যালসিয়াম কার্বাইড একটি রাসায়নিক যৌগ। এর রাসায়নিক সংকেত CaC₂। এটি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে যা আম, কলাসহ প্রায় সকল প্রকার ফল পাকাতে সাহায্য করে।

PV = nRT সূত্রটির তাৎপর্যঃ
গ্যাসসমূহের সাধারণ ভৌত ধর্ম ব্যাখ্যার জন্য বিভিন্ন বিজ্ঞানীগণ গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য প্রস্তাব করেন।

যেমন, গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন নগণ্য, অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ নেই, অণুসমূহ নিজেদের সাথে ও পাত্রের দেয়ালে সংঘর্ষে লিপ্ত হয়। 

এগুলোকে তত্ত্বীয়ভাবে সঠিক ধরে নিয়ে আমরা গ্যাসের জন্য যে সাধারণ সমীকরণ (PV = nRT) পাই তাকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। 

PV = nRT সমীকরণটি আদর্শ গ্যাসের পরিমাণ, চাপ ও আয়তনের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। 

এ সমীকরণ থেকে আমরা বাস্তব গ্যাসের জন্য বিভিন্ন অবস্থায় চাপ, আয়তন ও পরিমাণের সম্পর্ক কীরূপ হবে তার একটা স্পষ্ট ধারণা পেতে পারি।

আশা করি ক্যালসিয়াম কার্বাইড কি? PV = nRT সূত্রটির তাৎপর্য ব্যাখ্যা করোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন