শুষ্ক কোষে NH₄Cl এর ভূমিকা কি?- রসায়ন [Update]

শুষ্ক কোষে NH₄Cl এর ভূমিকা কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা শুষ্ক কোষে NH₄Cl এর ভূমিকা কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

শুষ্ক কোষে NH₄Cl এর ভূমিকা কি?

শুষ্ক কোষে NH₄Cl এর ভূমিকা কি?

 শুষ্ক কোষে কাগজের চোঙের  মধ্যে ক্যাথোড হিসেবে কার্বন দন্ড এবং অ্যানোড হিসাবে জিংকের পাত ব্যবহার করা হয়। 

কার্বন দন্ড এর চারপাশে NH₄Cl ; ZnCl₂ ; MnO₂ ; কার্বন গুড়া এবং স্টার্চের তৈরি আঠালো পেস্ট ব্যবহার করা হয়। MnO₂ জারক হিসেবে কাজ করে। 

এছাড়া NH₄Cl থেকে উৎপন্ন NH₄+  ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে সহায়ক ভূমিকা পালন করে। কাজেই বলা যায় শুষ্ক কোষে বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে।

      NH₄+  ------> NH₃ + H+

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে শুষ্ক কোষে NH₄Cl এর ভূমিকা কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন