গ্লাসসামগ্রী বলতে কি বুঝ? কাঁচের পাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন?- বিস্তারিত

গ্লাসসামগ্রী বলতে কি বুঝ? কাঁচের পাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা গ্লাসসামগ্রী বলতে কি বুঝ? কাঁচের পাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

গ্লাসসামগ্রী বলতে কি বুঝ? কাঁচের পাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন?

গ্লাসসামগ্রী বলতে কি বুঝ? 

গ্লাসসামগ্রী বলতে আমরা বুঝি কাঁচের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি যা সাধারণত রাসায়নিক পরীক্ষাগারে ব্যবহৃত হয়। যেমনঃ ব্যুরেট, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বিকার, টেস্টটিউব ইত্যাদি।

কাঁচের পাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন?

কাঁচের পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) সংরক্ষণ করা যায় না। কারণ, কাঁচের মূল উপাদান সিলিকা। যা কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচের ক্ষয় ঘটায়। 

এজন্য কাঁচ পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সংরক্ষণ করা যায় না। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের মধ্যস্থ সিলিকা উপাদানসহ বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট (Na₂SiO₃) উৎপন্ন করে। ফলে কাঁচ অমসৃণ হয়। বিক্রিয়াটি নিম্নরূপঃ-
2NaOH + SiO₂ -----> Na₂SiO₃ +H₂O

আশা করি গ্লাসসামগ্রী বলতে কি বুঝ? কাঁচের পাত্রে NaOH সংরক্ষণ করা যায় না কেন?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন