H₂ ও Cl₂ আলোতে বিক্রিয়া করে কেন?- রসায়ন [UpToDate]

H₂ ও Cl₂ আলোতে বিক্রিয়া করে কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা H₂ ও Cl₂ আলোতে বিক্রিয়া করে কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

H₂ ও Cl₂ আলোতে বিক্রিয়া করে কেন?

H₂ ও Cl₂ আলোতে বিক্রিয়া করে কেন?

প্রত্যেক রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের বন্ধন ভেঙ্গে যায় এবং উৎপাদ নতুন বন্ধন গঠন করে। বিক্রিয়ক অণুসমূহের বন্ধন ভাঙ্গার জন্য এদের ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন করতে হয়। এ শক্তি অর্জন করতে ব্যর্থ হলে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে না এবং উৎপাদে পরিণত হয় না। 

আলো এক প্রকার শক্তি। তাই আলোর উপস্থিতিতে H₂ ও Cl₂ বিক্রিয়া সংগঠনের জন্য পর্যাপ্ত শক্তি অর্জন করতে পারে। তাই আলোতে H₂ ও Cl₂ বিক্রিয়া করে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে H₂ ও Cl₂ আলোতে বিক্রিয়া করে কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন