প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ (প্রাথমিক বিজ্ঞান), পঞ্চম শ্রেণি- বিস্তারিত

প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ (প্রাথমিক বিজ্ঞান), পঞ্চম শ্রেণি:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ (প্রাথমিক বিজ্ঞান), পঞ্চম শ্রেণি বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ (প্রাথমিক বিজ্ঞান), পঞ্চম শ্রেণি

প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ (প্রাথমিক বিজ্ঞান), পঞ্চম শ্রেণি

প্রশ্ন-১। তোমার চারপাশে পরিবেশের বিভিন্ন উপাদান বিদ্যমান। এগুলোকে কয়ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ আমার চারপাশের পরিবেশের উপাদানগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। যথা- ১। জীব ও ২। জড়।

প্রশ্ন-২। জড় পরিবেশ কাকে বলে? জড় পরিবেশের মূল উপাদান কয়টি ও কি কি?
উত্তরঃ মাটি, পানি, বায়ু, আলো, ঘরবাড়ি ইত্যাদি অজীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জড় পরিবেশ বলে। 

জড় পরিবেশের মূল উপাদান তিনটি। এগুলো হলো– মাটি, পানি ও বায়ু।

প্রশ্ন-৩। উদ্ভিদের জীবনধারাকে প্রভাবিত করে এমন ২টি উপাদানের নাম লেখ।
উত্তরঃ উদ্ভিদের জীবনধারাকে প্রভাবিত করে এমন ২টি উপাদান হলো- ১.আলো ও ২. পানি।

প্রশ্ন-৪। মাটিতে বাস করে এমন দুটি জীবের নাম লেখ।
উত্তরঃ মাটিতে বাস করে এমন দুটি জীবের নাম হলো- ১. কেঁচো ও ২. ইঁদুর।

প্রশ্ন-৫। পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তরঃ পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম হলো- ১. পাখি ও ২. মৌমাছি।

প্রশ্ন-৬। উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও।
উত্তরঃ উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো-
উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাসগ্রহণের সময় গ্রহণ করে।
পাখি গাছের ডালে বাসা বেঁধে বাস করে।

প্রশ্ন-৭। খাদ্যজাল কী?
উত্তরঃ অনেকগুলো খাদ্যশৃঙ্খল মিলে খাদ্যজাল সৃষ্টি হয়। পরিবেশে এটাই খাদ্যজাল নামে পরিচিত।

আশা করি প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ (প্রাথমিক বিজ্ঞান), পঞ্চম শ্রেণিএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন