চ্যানেল ওয়্যারিং কাকে বলে? | ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ও কি কি?- বিস্তারিত

চ্যানেল ওয়্যারিং কাকে বলে? ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা চ্যানেল ওয়্যারিং কাকে বলে? ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ও কি কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

চ্যানেল ওয়্যারিং কাকে বলে? ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ও কি কি?

চ্যানেল ওয়্যারিং কাকে বলে? 

সাধারণত আবাসিক ঘর-বাড়িতে বর্তমানে চ্যানেল ওয়্যারিং করা হয়। প্লাস্টিক চ্যানেল দ্বারা এ ধরনের ওয়্যারিং করা হয় বলে, একে চ্যানেল ওয়্যারিং (Channel Wiring) বলে। আমাদের দেশে বাসা-বাড়ির শতকরা ৬০ থেকে ৭০ ভাগই চ্যানেল ওয়্যারিং করা হয়।

চ্যানেল ওয়্যারিং সহজে করা যায়, খরচ কমও এবং দেখতেও ভালো। এ জাতীয় ওয়্যারিং এ বিভিন্ন সাইজের পিভিসি চ্যানেল ব্যবহার করা হয়। চ্যানেল ওয়্যারিং এর ক্ষেত্রে দেয়ালে, ছাদে রাওয়াল প্লাগ আটকিয়ে এর উপর দিয়ে প্লাস্টিক চ্যানেল আটকিয়ে এই চ্যানেলের খাঁজের মধ্যদিয়ে ক্যাবল বা পিভিসি তার স্থাপন করা হয়। এই ওয়্যারিং এ সাধারণত ২৫০/৪৪০ ভোল্ট গ্রেডের পিভিসি সিঙ্গেল বা টু-ইন কোর ব্যবহার করা হয়।

ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ও কি কি?


ইলেকট্রিক্যাল ওয়্যারিং প্রধানত দুই প্রকার। যথা :
১. বাহ্যিক ওয়্যারিং
২. অভ্যন্তরীণ ওয়্যারিং

বাহ্যিক ওয়্যারিং আবার দুইপ্রকার। যথা :
১. ওভারহেড ওয়্যারিং
২. আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং

অভ্যন্তরীণ ওয়্যারিং আবার দুই প্রকার। যথা :
১. হাউজ ওয়্যারিং
২. ডাকট ওয়্যারিং

হাউজ ওয়্যারিং প্রাথমিকভাবে দুই ভাগে বিভক্ত। যথা :
১. সারফেস ওয়্যারিং
২. কনসিল্ড ওয়্যারিং

সারফেস ওয়্যারিং আবার পাঁচ ভাগে বিভক্ত। যথা :
১. ব্যাটেন ওয়্যারিং
২. কন্ডুইট ওয়্যারিং
৩. ক্লীট ওয়্যারিং
৪. হুক ওয়্যারিং
৫. কেসিং ওয়্যারিং

কনসিল্ড ওয়্যারিং দুই প্রকার। যথা :
১. কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং
২. কনসিল্ড ফায়ার প্রুফ ওয়্যারিং।

আশা করি চ্যানেল ওয়্যারিং কাকে বলে? ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ও কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন