ওয়াজিব কাকে বলে? | গোসলের দোয়া, নিয়ত এবং নিয়ম কি?- বিস্তারিত

ওয়াজিব কাকে বলে? গোসলের দোয়া, নিয়ত এবং নিয়ম কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ওয়াজিব কাকে বলে? গোসলের দোয়া, নিয়ত এবং নিয়ম কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।


ওয়াজিব কাকে বলে? | গোসলের দোয়া, নিয়ত এবং নিয়ম কি?

ওয়াজিব কাকে বলে?

শরিয়তের এমন কিছু বিধান রয়েছে, যা পালন করা কর্তব্য, তবে ফরজ নয়। এরূপ বিধানকে ওয়াজিব (অবশ্য কর্তব্য) বলে।

গোসলের দোয়া


বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুয়ান গোছলা লিরাফিল জানাবা-তি।”


ফরজ গোসলের নিয়ত


বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুল গুছলা লিরাফইল জানাবাতি।”

অর্থঃ “আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি।”


ফরজ গোসলের নিয়ম


নিম্নে ফরজ গোসলের নিয়ম দেওয়া হলো –

  • গোসলের দোয়া পড়া
  • তারপর গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বলে দু হাত কব্জি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে।
  • এরপর শরীরের কোন জায়গায় অপবিত্র বস্তু লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে।
  • তারপর অজু করতে হবে। গড়গড়ার সাথে কুলি করতে হবে, রোজাদার হলে গড়গড়া করা যাবে না। তিনবার কুলি করা সুন্নত
  • তারপর তিনবার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে
  • অজুর পর মাথায় এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়।
  • এরপর ডান কাঁধে পরে বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করতে হবে যেন শরীরের কোন অংশ শুকনো না থাকে।
  • সর্বশেষে পা ধুতে হবে
  • এরপর সারা শরীর কোন কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পড়তে হবে।

আশা করি ওয়াজিব কাকে বলে? গোসলের দোয়া, নিয়ত এবং নিয়ম কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন