তারের গ্রেড কাকে বলে? | ক্যাবল জয়েন্ট করার পদ্ধতিসমূহ বর্ণনা কর- বিস্তারিত

তারের গ্রেড কাকে বলে? ক্যাবল জয়েন্ট করার পদ্ধতিসমূহ বর্ণনা কর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা তারের গ্রেড কাকে বলে? ক্যাবল জয়েন্ট করার পদ্ধতিসমূহ বর্ণনা কর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

তারের গ্রেড কাকে বলে? ক্যাবল জয়েন্ট করার পদ্ধতিসমূহ বর্ণনা কর

তারের গ্রেড কাকে বলে? 

তারের ইনসুলেশন সর্বোচ্চ যত ভোল্ট তড়িৎ চাপের পক্ষে উপযোগী, সে তড়িৎ চাপকে তারের গ্রেড বলে। বর্তমানে দুই রকম গ্রেডের তার সচরাচর ব্যবহৃত হয়।

ক্যাবল জয়েন্ট করার পদ্ধতিসমূহ বর্ণনা কর

ক্যাবল জয়েন্ট করার আগে প্রস্তুতি পর্ব হিসেবে নিম্নলিখিত কাজগুলো করতে হয়। যথা–

  • বাতাস ও ধূলাবালি থেকে মুক্ত রাখার জন্য জয়েন্টের ক্ষেত্রটি ৬মি. × ৬মি. তাঁবু দিয়ে ঢেকে দিতে হবে। বাতাসের বিপরীত দিকে তাঁবুর একটিমাত্র দরজা রেখে এটি করা হয়।
  • ক্যাবল যৌগ উত্তপ্ত করার ব্যবস্থা কাছাকাছি এমন জায়গায় হতে হবে যাতে বাষ্প ও ধোঁয়া তাঁবুর ভেতরে প্রবেশ করতে না পারে।
  • গর্ত যদি ধ্বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে পাশে তক্তা বসিয়ে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
  • বর্ষাকালে গর্তের চারপাশে মাটির বাঁধ দিতে হবে, যাতে বৃষ্টির পানি ঢুকতে না পারে।
  • বাড়তি পানি জমার গর্ত এমন জায়গায় করতে হবে যাতে পানি বের করার সময় জয়েন্টের কাজে কোন বাঁধার সৃষ্টি না হয়।
  • গর্তের তলদেশে ত্রিপল পেতে তার উপর পুরনো কাগজ বিছিয়ে জয়েন্টের যন্ত্রপাতি সাজিয়ে রাখতে হবে যাতে কাজে নিয়োজিত ব্যক্তি সহজে কাজের সময় ঐগুলো হাতের কাছে পায়।
  • একই চিহ্নযুক্ত ক্যাবলের কোরগুলো একত্রে জুড়ে দিতে হবে।
  • জয়েন্ট করার আগে ক্যাবলকে যথাযথভাবে ড্রেসিং করে নিতে হবে।
  • স্লীভ জয়েন্টের ক্ষেত্রে সীসার স্লীভকে বেল্ট-ল্যাম্প দিয়ে গরম করে ভেতরের জলীয় বাষ্প মুক্ত করতে হবে।
ক্যাবল জয়েন্ট কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়। যথা–
  • মালামালের তালিকা প্রস্তুত করা;
  • ক্যাবলের আবরণ সরানো পদ্ধতি;
  • ক্যাবলের জয়েন্ট প্রস্তুত করা;
  • সোল্ডারিং করার পদ্ধতি;
  • টেপিং করার পদ্ধতি;
  • কম্পাউন্ডে পীচ ভর্তি করে জয়েন্ট তৈরি করা।
আশা করি তারের গ্রেড কাকে বলে? ক্যাবল জয়েন্ট করার পদ্ধতিসমূহ বর্ণনা করএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন