সার্ট কত প্রকার ও কি কি? | রেশিও বলতে কী বোঝায়?- বিস্তারিত

সার্ট কত প্রকার ও কি কি? রেশিও বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সার্ট কত প্রকার ও কি কি? রেশিও বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সার্ট কত প্রকার ও কি কি? রেশিও বলতে কী বোঝায়?

সার্ট কত প্রকার ও কি কি? ?

সার্ট বিভিন্ন প্রকার হতে পারে। তবে একে দুই শ্রেণীতে ভাগ করা যায়। ১) বেসিক সার্ট ২) পাইলট সার্ট
১) বেসিক সার্ট : একটি মাত্র পকেট থাকবে এবং সেলাই সাধারণ হবে। কোন রকম ডিজাইন থাকবে না। তবে পকেট দুইটি থাকতে পারে কিন্তু সেলাই সাধারণ হলে তাকে বেসিক সার্ট বলে।

২) পাইলট সার্ট : যে সার্টে একাধিক পকেট থাকে এবং পকেটের উপর ফ্লাপ বা ঢাকনা থাকে এবং বিভিন্ন রকম ডিজাইন যুক্ত সেলাই থাকে তাকে পাইলট সার্ট বলে।

 

রেশিও বলতে কী বোঝায়?

রেশিও অর্থ অনুপাত বা ধারাবাহিকতা। Buyer-এর পোশাকের সংখ্যা এবং সাইজ এর উপর ভিত্তি করে পোশাকের অনুপাত নির্ধারণ করা হয় এবং ঐ Buyer নির্দিষ্ট কতগুলো সাইজ থাকবে এবং সাইজ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যা থাকবে এবং এই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে থাকবে। একেই রেশিও বলে এবং ঐ রেশিও অনুযায়ী কার্টুন হবে।


আশা করি সার্ট কত প্রকার ও কি কি? রেশিও বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন