ভাষা আন্দোলন কি? | ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়?- বিস্তারিত

ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ভাষা আন্দোলন কি? | ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়?

ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়?

মাতৃভাষা রক্ষার জন্য যে আন্দোলন সেটাই ভাষা আন্দোলন।
ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়?
ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা যুগিয়েছিল বলে ভাষা আন্দোলনকে বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়।

ভাষা আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। এ আন্দোলন বাঙালিরদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। পাকিস্তানি শাসন পূর্বে এটি তাদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। ভাষা আন্দোলনের কারণ কী?
ক) উর্দুকে রাষ্ট্রভাষা করা
খ) মাতৃভাষা বাংলাকে রক্ষা
গ) বাংলাকে আন্তর্জাতিক রূপ দেয়া
ঘ) আরবি ভাষা গ্রহণ করা
সঠিক উত্তর : খ

২। ভাষা আন্দোলন পূর্ববাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
ক) বাঙ্গালি জাতীয়তাবাদ
খ) অসাম্প্রদায়িক মনোভাব
গ) দ্বিজাতিতত্ত্ব
ঘ) স্ব-জাত্যবোধ
সঠিক উত্তর : খ
৩। ভাষা আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক) ২ মার্চ ১৯৪৭
খ) ২ মার্চ ১৯৪৮
গ) ২ মার্চ ১৯৪৯
ঘ) ২ মার্চ ১৯৫১
সঠিক উত্তর : খ
৪। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক কোনটি?
ক) অয়ময়
খ) কোথাও কেউ নেই
গ) বহুব্রীহি
ঘ) কবর
সঠিক উত্তর : ঘ

৫। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক ‘কবর’ এর রচয়িতা কে?
ক) জহির রায়হান
খ) শহীদুল্লাহ কায়সার
গ) মুনীর চৌধুরী
ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর : গ

৬। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?
ক) শঙ্খনীল কারাগার
খ) আগুনের পরশমণি
গ) আরেক ফাল্গুন
ঘ) তালপাতার সেপাই
সঠিক উত্তর : গ

৭। ভাষা আন্দোলনে প্রেক্ষাপটে রচিত উপন্যাস আরেক ফাল্গুনের লেখক কে?
ক) শহীদুল্লাহ কায়সার
খ) জহির রায়হান
গ) হুমায়ুন আহমেদ
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর : খ

৮। ভাষা আন্দোলন প্রতিবাদ ও রক্তক্ষয়ী সংগ্রাম হিসেবে কত বছর যাবৎ বিরাজ করছিল?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর : ঘ

৯। ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছে?
ক) জাতীয়তার উন্মেষ
খ) অর্থনৈতিক মুক্তি
গ) সাংস্কৃতিক ব্যবধান হ্রাস
ঘ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
সঠিক উত্তর : ক

১০। ভাষা আন্দোলন কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়?
ক) মানুষকে সান্ত্বনা দিয়ে
খ) যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে
গ) সকলকে ঐক্যবদ্ধ করে
ঘ) শহীদ মিনার নির্ধারণের মাধ্যমে
সঠিক উত্তর : গ

১১। ভাষা আন্দোলনের তাৎপর্য কী?
ক) বাঙালির রক্তদান
খ) জাতীয়তাবাদের উন্মেষ
গ) শহিদ মিনার নির্ধারণ
ঘ) দেশপ্রেম
সঠিক উত্তর : খ

আশা করি ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন