পঞ্চম অধ্যায় : দ্বিপদী বিস্তৃতি, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র- বিস্তারিত

পঞ্চম অধ্যায় : দ্বিপদী বিস্তৃতি, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা পঞ্চম অধ্যায় : দ্বিপদী বিস্তৃতি, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পঞ্চম অধ্যায় : দ্বিপদী বিস্তৃতি, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র

পঞ্চম অধ্যায় : দ্বিপদী বিস্তৃতি, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্র

প্রশ্ন-১. দ্বিপদী উপপাদ্য কে উদ্ভাবন করেন?

উত্তর : Sir Isaac Newton.

প্রশ্ন-২. গাণিতিক আরোহ পদ্ধতিতে ধাপ কয়টি?
উত্তর : 3টি।

প্রশ্ন-৩. গাণিতিক আরোহ বিধি প্রযোজ্য হয় সংখ্যার কোন সেটের জন্য?
উত্তর : স্বাভাবিক সংখ্যার সেটের জন্য।

প্রশ্ন-৪. গাণিতিক বাক্যের সত্যতা প্রমাণ করতে কোন ধরনের সংখ্যার চলরাশি ব্যবহৃত হয়?
উত্তর : স্বাভাবিক সংখ্যা।

প্রশ্ন-৫. দ্বিপদী বিস্তৃতি কাকে বলে?
উত্তর : যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে কোনো দ্বিপদী রাশির যেকোনো শক্তিকে একটি ধারার আকারে প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য এবং ধারাটিকে দ্বিপদী রাশির বিস্তৃতি বলে।

প্রশ্ন-৬. ‘প্যাসকেলের ত্রিভুজ’ বলতে কী বোঝায়?
উত্তর : Blaise Pascal – Probability সমাধানের জন্য Arithmetical triangle ব্যবহার করেন এটি প্যাসকেলের ত্রিভুজ নামে পরিচিত।

প্রশ্ন-৭. দ্বিপদী রাশি কাকে বলে?
উত্তর : যে রাশিতে দুইটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে। যেমন, (a + x), (x - y) ইত্যাদি দ্বিপদী রাশির উদাহরণ।

প্রশ্ন-৮. গাণিতিক আরোহ পদ্ধতির ধাপগুলি কীভাবে প্রয়োগ করা হয়?
উত্তর : গাণিতিক আরোহ পদ্ধতির তিনটি ধাপ আছে।
(i) আরোহ আরম্ভ : n এর মান 1 অথবা 2 এর জন্য P(n) সত্য প্রমাণ করা,
(ii) আরোহ কল্পনা : n = m এর জন্য P(n) সত্য ধরে নেয়া।
(iii) আরোহ নিষ্পন্ন : কল্পনা ব্যবহার করে n = m + 1 এর জন্য P(x) সত্য প্রমাণ করা।

আশা করি পঞ্চম অধ্যায় : দ্বিপদী বিস্তৃতি, একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ২য় পত্রএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন