আলোর দ্বৈত প্রকৃতি তত্ত্ব কী? এক্স-রশ্মি ও গামা রশ্মির ব্যবহার লিখ- বিস্তারিত

আলোর দ্বৈত প্রকৃতি তত্ত্ব কী? এক্স-রশ্মি ও গামা রশ্মির ব্যবহার লিখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা আলোর দ্বৈত প্রকৃতি তত্ত্ব কী? এক্স-রশ্মি ও গামা রশ্মির ব্যবহার লিখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

আলোর দ্বৈত প্রকৃতি তত্ত্ব কী? এক্স-রশ্মি ও গামা রশ্মির ব্যবহার লিখ

আলোর দ্বৈত প্রকৃতি তত্ত্ব কী? 

আলো কোনো কোনো সময় তরঙ্গ আবার কখনও ফোটন কণিকার ন্যায় আচরণ করে। এ তত্ত্বের নাম আলোর দ্বৈত প্রকৃতি তত্ত্ব।

এক্স-রশ্মি ও গামা রশ্মির ব্যবহার লিখ

এক্স-রশ্মির ব্যবহার : চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা কাজে, শিল্পে কলকারখানায় নিরাপত্তার কাজে, চোরাচালান নিরোধে এক্স-রে ব্যবহৃত হয়। এছাড়া দেহের ক্ষতিকর সেল, টিউমার ধ্বংস করতে ও হাড়ভাঙ্গা ও দেহের অভ্যন্তরে কোনো অঙ্গ-প্রত্যঙ্গের ছবি তুলতে এক্সরে ব্যবহৃত হয়। ধাতব পাতে কোনো ফাটল আছে কিনা তা নির্ধারণেরও এক্স-রশ্মি ব্যবহৃত হয়।

গামা রশ্মির ব্যবহার : মানব দেহে ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে বিভিন্ন রোগ নির্ণয়ে, বিজ্ঞানাগারে গবেষণার কাজে ও ধাতব বস্তুতে ফাটল নির্ণয়ে গামা রশ্মি ব্যবহৃত হয়।

আশা করি আলোর দ্বৈত প্রকৃতি তত্ত্ব কী? এক্স-রশ্মি ও গামা রশ্মির ব্যবহার লিখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন