এনক্রিপশন কাকে বলে? সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য কি?- বিস্তারিত

এনক্রিপশন কাকে বলে? সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা এনক্রিপশন কাকে বলে? সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

এনক্রিপশন কাকে বলে? সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য কি?

এনক্রিপশন কাকে বলে? সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য কি?

ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয় অর্থাৎ ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর আগে মূল ফরমেট থেকে অন্য ফরমেটে রূপান্তর করার প্রক্রিয়াকে এনক্রিপশন বলে।

সর্টিং (Sorting) এবং ইনডেক্সিং (Indexing) এর মধ্যে পার্থক্য কি?
সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য নিম্নরূপ :
সর্টিং (Sorting)
  • এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়াকে ডেটাবেজ সর্টিং বলে। 
  • ডেটাবেজে সর্টিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডেটাকে সাজিয়ে উপস্থাপন করা।
  • ডেটাবেজ সর্টিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় না ফলে সংরক্ষণের জন্য নতুন মেমোরিরও প্রয়োজন হয় না।
ইনডেক্সিং (Indexing)
  • ইনডেক্সিং হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে ডেটার সূচি প্রণয়ন করা।
  • ডেটাবেজে ইনডেক্সিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে দ্রুত কাঙ্খিত ডেটা খুজে পাওয়া।
  • ডেটাবেজ ইনডেক্সিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় এবং ফাইলটি সংরক্ষণের জন্য নতুন মেমোরির প্রয়োজন হয়।

আশা করি এনক্রিপশন কাকে বলে? সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন