ক্ষতিকারক সফটওয়্যার কি? | কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাসের তালিকা লিখ- বিস্তারিত

ক্ষতিকারক সফটওয়্যার কি? কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাসের তালিকা লিখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ক্ষতিকারক সফটওয়্যার কি? কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাসের তালিকা লিখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ক্ষতিকারক সফটওয়্যার কি? কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাসের তালিকা লিখ

ক্ষতিকারক সফটওয়্যার কি? 

ক্ষতিকারক সফটওয়্যার হলো এক ধরনের প্রোগ্রামিং কোড বা প্রোগ্রাম যা সাধারণত সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়, বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করে কিংবা কম্পিউটারের সম্পূর্ণ কর্মক্ষমতাকে বিনষ্ট করে দেয়। কয়েকটি ক্ষতিকারক সফটওয়্যারের নাম হলো– কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, রুটকিটস, স্পাইওয়্যার ইত্যাদি।


কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাসের তালিকা লিখ

কম্পিউটার ভাইরাসঃ-
১. ট্রোজান হর্স ভাইরাস।
২. বুট সেক্টর ভাইরাস।
৩. পার্টিশন সেক্টর ভাইরাস।
৪. ম্যাক্রো ভাইরাস।
৫. প্রোগ্রাম ভাইরাস।
৬. ফাইল ভাইরাস।
৭. ওভার রাইটিং ভাইরাস।
৮. জেনারাল পারপাস ভাইরাস।

৯. কমান্ড পারপাস ভাইরাস।
১০. পলিমরফিক ভাইরাস।

এন্টিভাইরাসঃ-
১. AVG (এভিজি)।
২. Avast (অ্যাভাস্ট)।
৩. Kaspersky (ক্যাসপারস্কি)
৪. Norton (নর্টন)
৫. McAfee (ম্যাকাফি)
৬. Anti-Virus Toolkit;
৭. Dr. Solomon’s Anti-Virus Software;
৮. Cure Antivirus Software;
৯. PC Cilin ইত্যাদি।


এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। কম্পিউটারে কোনো ধরনের কাজ করতে হলে কীসের মাধ্যমে করতে হয়?

ক) প্রসেস

খ) প্রোগ্রামিং

গ) ইনপুট

ঘ) মাল্টিমিডিয়া

সঠিক উত্তর : খ


২। কম্পিউটারে কত ধরনের প্রোগ্রামগুচ্ছ থাকে?

ক) ২

খ) ৪

গ) ৬

ঘ) ৮

সঠিক উত্তর : ক


আশা করি ক্ষতিকারক সফটওয়্যার কি? কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাসের তালিকা লিখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন