কোয়ান্টাম কাকে বলে? ফোটন কী এবং এর বৈশিষ্ট্য কী?- বিস্তারিত

কোয়ান্টাম কাকে বলে? ফোটন কী এবং এর বৈশিষ্ট্য কী?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা কোয়ান্টাম কাকে বলে? ফোটন কী এবং এর বৈশিষ্ট্য কী? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কোয়ান্টাম কাকে বলে? ফোটন কী এবং এর বৈশিষ্ট্য কী?

কোয়ান্টাম কাকে বলে?

কোন বস্তু থেকে নিঃসৃত বিকিরণ বা যে কোন প্রকার শক্তি বা বিভিন্ন বস্তুর মধ্যে শক্তির বিনিময় নিরবচ্ছিন্নভাবে সংঘটিত হয় না। এই নিঃসরণ বা বিনিময় শক্তির একটি অতি ক্ষুদ্রাংশের গুণিতক হিসাবে প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে ঘটে। শক্তির এই প্যাকেট বা ক্ষুদ্রাংশকে কোয়ান্টাম বলে।

 ফোটন কী এবং এর বৈশিষ্ট্য কী?

আলো তথা যেকোনো বিকিরণ সর্বদা গুচ্ছ গুচ্ছভাবে বা প্যাকেট আকারে নির্গত বা শোষিত হয়। এই গুচ্ছগুলোর প্রত্যেকটি রঙের ক্ষেত্রে সর্বনিম্ন মান রয়েছে। সর্বনিম্ন মান সম্পন্ন কণিকার নাম ফোটন।


বৈশিষ্ট্য :

১. শূন্যস্থানে ফোটন আলোর দ্রুতিতে চলে।

২. ফোটনের নিশ্চল ভর শূন্য।

৩. প্রতি ফোটনের নির্দিষ্ট শক্তি ও নির্দিষ্ট ভরবেগ আছে।

৪. ফোটন পদার্থের কণিকার সাথে সংঘর্ষ ঘটাতে পারে।

৫. কোনো ফোটনের কম্পাংক v হলে এর শক্তি E = hv যেখানে h প্ল্যাঙ্ক ধ্রুবক।


আশা করি কোয়ান্টাম কাকে বলে? ফোটন কী এবং এর বৈশিষ্ট্য কী?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন