বাষ্প ঘনত্ব কাকে বলে? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “বাষ্প ঘনত্ব কাকে বলে? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
বাষ্প ঘনত্ব কাকে বলে?
বাষ্প ঘনত্বঃ একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের যে কোন আয়তনের ভর এবং সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ঐ গ্যাসের
গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়।
কোন গ্যাসের বাষ্প ঘনত্ব =
(গ্যাসটির যেকোনো আয়তনের ভর) ÷ (একই তাপমাত্রা ও চাপে সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর)।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বাষ্প ঘনত্ব কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”