দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে? কারেন্ট বলতে কী বোঝায়?- বিস্তারিত

দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে? কারেন্ট বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে? কারেন্ট বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে? কারেন্ট বলতে কী বোঝায়?

দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে? 

কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পরপর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয় তবে সেই তড়িৎ প্রবাহকে দিক পরিবর্তী প্রবাহ বলে।

কারেন্ট বলতে কী বোঝায়?

কারেন্ট বলতে সার্কিটে ইলেকট্রিক চার্জ প্রবাহের হারকে বোঝায়। যদি সার্কিটে t সময়ে q চার্জ প্রবাহিত হয় তাহলে, সময়ের পরিবর্তনের সাথে I এর কোনো পরিবর্তন না হলে তাকে ডি, সি এবং সময়ের সাথে I এর পরিবর্তন হলে তাকে এসি বলা হয়। কারেন্টের বাহ্যিক এককের নাম অ্যাম্পিয়ার।


কোনো সার্কিটে প্রতি সেকেন্ডে এক কুলম্ব চার্জ প্রবাহিত হলে কারেন্টের মান হবে এক অ্যাম্পিয়ার। এছাড়াও কারেন্ট পরিমাপের ক্ষুদ্র এককগুলো হলো- মিলিঅ্যাম্পিয়ার ও মাইক্রোঅ্যাম্পিয়ার।


আশা করি দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে? কারেন্ট বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন