হিউম্যানওয়্যার কাকে বলে? কন্ট্রোল প্যানেল বলতে কী বোঝায়?- বিস্তারিত

হিউম্যানওয়্যার কাকে বলে? কন্ট্রোল প্যানেল বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা হিউম্যানওয়্যার কাকে বলে? কন্ট্রোল প্যানেল বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

হিউম্যানওয়্যার কাকে বলে? কন্ট্রোল প্যানেল বলতে কী বোঝায়?

হিউম্যানওয়্যার কাকে বলে?

কম্পিউটার প্রযুক্তিতে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করা, প্রোগ্রামে ডাটা ইনপুট দেওয়া, ফলাফল গ্রহণ, মুদ্রণ, সংরক্ষণ, উদ্দেশ্য ভিত্তিক ব্যবহার ইত্যাদি কাজে যেসব কর্মবাহিনী ও মানবসম্পদ জড়িত সামগ্রিকভাবে তাদেরকে হিউম্যানওয়্যার বলে। যেমন– কম্পিউটার ইউজার, সিস্টেম অ্যানালিস্ট, রক্ষণাবেক্ষণ ও মেরামতকারী, কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার ইত্যাদি।


 কন্ট্রোল প্যানেল বলতে কী বোঝায়?

কন্ট্রোল প্যানেলের দ্বারা উইন্ডোজ প্রোগ্রামের বাহ্যিক অবকাঠামো নির্ধারণ করা হয়। এখান থেকে যেকোনো Program এ যাওয়া যায় এবং Hardware ইনস্টল করা যায়। এছাড়া Hardware এর যেকোনো বিষয়বস্তু Setting ও করা যায়।

কন্ট্রোল প্যানেলে যা দেখা যায়

Control Panel এর মধ্যে– 32 bit ODBC, Add New hardware, Date/Time, Find Fast, Internet, Mail and Fax, Mouse, Network, Power, Regional, S3 Color control, Accessibility, Add/Remove Programs, Display, Fonts, Keyboard, Modems, Multi Media, Passwords, Printers, Settings, Sound, System প্রভৃতি দেখা যায়।


আশা করি হিউম্যানওয়্যার কাকে বলে? কন্ট্রোল প্যানেল বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন