পরিবেশের ভারসাম্য কাকে বলে? পরিবেশের উপাদান কয়টি ও কি কি?- বিস্তারিত

পরিবেশের ভারসাম্য কাকে বলে? পরিবেশের উপাদান কয়টি ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা পরিবেশের ভারসাম্য কাকে বলে? পরিবেশের উপাদান কয়টি ও কি কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পরিবেশের ভারসাম্য কাকে বলে? পরিবেশের উপাদান কয়টি ও কি কি?

পরিবেশের ভারসাম্য কাকে বলে?

মানুষ, গাছপালা, জীবজন্তু বেঁচে থাকার জন্য এর চারপাশের জড় ও জীব উপাদানগুলো অপরিহার্য। প্রত্যেকটি উপাদানের মধ্যে যখন একটি সাম্যাবস্থা বিরাজ করে এবং প্রত্যেক পরিবেশের সব জীবের মধ্যে উপাদানের বন্টন যখন সঠিক থাকে তখন পরিবেশে একটি সমতা থাকে। পরিবেশের এ অবস্থাকে পরিবেশের ভারসাম্য বলে।

 পরিবেশের উপাদান কয়টি ও কি কি?

পরিবেশের উপাদান দুইটি। যেমন-


(১) জীব উপাদান 

(২) জড় উপাদান।


যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে তাদের বলে জীব। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ


আর মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ



আশা করি পরিবেশের ভারসাম্য কাকে বলে? পরিবেশের উপাদান কয়টি ও কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন