ইনফ্রারেড কী? ডাটা কমিউনিকেশন সিস্টেম বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ইনফ্রারেড কী? ডাটা কমিউনিকেশন সিস্টেম বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ইনফ্রারেড কী?
ইনফ্রারেড (Infrared) হলো এক ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি সীমা টেরাহার্জ (THz) হয়ে থাকে। খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনে ইনফ্রারেড ব্যবহার করা হয়। এ প্রযুক্তিতে দু'প্রান্তে ট্রান্সমিটার এবং রিসিভার থাকে। সিগন্যাল ট্রান্সমিট করার কাজটি LED (Light Emitting Diode) বা ILD (Interjection Laser Diode) - এর মাধ্যমে সম্পন্ন হয় এবং ফটো ডায়ােড সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হল এটি ঘরের দেয়াল বা শক্ত বস্তু ভেদ করে অপর প্রান্তে যেতে পারে না।
ডাটা কমিউনিকেশন সিস্টেম বলতে কী বোঝায়?
ডাটা কমিউনিকেশন বলতে মূলত বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক ডাটা স্থানান্তর করাকে বোঝায়।
কোনো ডাটা বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা কম্পিউটারের এক অংশ থেকে অন্য অংশে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে ডাটা কমিউনিকেশন বলে।
আর এ প্রক্রিয়ার কাজে ব্যবহূত পদ্ধতি, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ব্যবস্থা, টেকনোলজিকে কমিউনিকেশন সিস্টেম বলে। এটি এমন ধরনের প্রক্রিয়া, যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডাটা বা তথ্য সহজে ও দ্রুততম সময়ে আদান-প্রদান করা যায়।