V₂O₅ থেকে ভ্যানাডাস সালফেট প্রস্তুতি- রসায়ন [২০২৩]

V₂O₅ থেকে ভ্যানাডাস সালফেট প্রস্তুতি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “V₂O₅ থেকে ভ্যানাডাস সালফেট প্রস্তুতি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

V₂O₅ থেকে ভ্যানাডাস সালফেট প্রস্তুতি

V₂O₅ থেকে ভ্যানাডাস সালফেট প্রস্তুতি

ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিড ও জিংক গুড়ার মিশ্রণে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে প্রথমে ভ্যানাডাস অক্সাইড (V₂O₃) ও পরে ভ্যানাডাস সালফেট [V₂(SO₄)₃] পাওয়া যায়।

  • V₂O₅ + 4[H] -----> V₂O₃ + 2H₂O
  • V₂O₃ + 3H₂SO₄ -----> V₂(SO₄)₃ + 3H₂O


আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে V₂O₅ থেকে ভ্যানাডাস সালফেট প্রস্তুতি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন