NO₂ এর অম্ল ধর্ম: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “NO₂ এর অম্ল ধর্ম” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
NO₂ এর অম্ল ধর্ম
নাইট্রোজেন অধাতু হওয়ায় এর অক্সাইড নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂) একটি অম্লধর্মী অক্সাইড।
NO₂ এর অম্লধর্মের প্রমাণ নিম্নরূপঃ
★ নাইট্রোজেন ডাই-অক্সাইড এর সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
যেমনঃ সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) এর সাথে NO₂ বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট (NaNO₃) লবণ, সোডিয়াম নাইট্রাইট (NaNO₂) লবণ ও পানি (H₂O) উৎপন্ন করে।
- 2NO₂ + 2NaOH ----> NaNO₃ + NaNO₂ + H₂O
★ শীতল পানিতে NO₂ দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড (HNO₃) ও নাইট্রাস এসিড (HNO₂) উৎপন্ন করে। এই অ্যাসিডগুলি পানিতে দ্রবীভূত হয়ে প্রোটন আয়ন উৎপন্ন করে। এই প্রোটন আয়ন নীল লিটমাসকে লাল লিটমাসকে পরিণত করে।
- H₂O(l) + 2NO₂(g) ----> HNO₃(aq) + HNO₂(aq).
- HNO₃(aq) + H₂O(l) ----> H+(aq) + NO₃-(aq).
- H+(aq) + নীল লিটমাস ---> লাল লিটমাস।
কাজেই, নাইট্রোজেন ডাই-অক্সাইড একটি অম্লীয় অক্সাইড।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে NO₂ এর অম্ল ধর্ম বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।