NaNO₂ ও NH₄Cl এর মিশ্রণকে উত্তপ্ত করলে কি ঘটে: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “NaNO₂ ও NH₄Cl এর মিশ্রণকে উত্তপ্ত করলে কি ঘটে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
NaNO₂ ও NH₄Cl এর মিশ্রণকে উত্তপ্ত করলে কি ঘটে
সোডিয়াম নাইট্রাইট(NaNO₂) ও অ্যামোনিয়াম ক্লোরাইডের(NH₄Cl) মিশ্রণকে উত্তপ্ত করলে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট ও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। পরবর্তীতে অ্যামোনিয়াম নাইট্রাইট বিয়োজিত হয়ে নাইট্রোজেন ও পানি উৎপন্ন করে।
NH₄Cl +NaNO₂ ----->NH₄NO₂ + NaCl
NH₄NO₂ ------> N₂ + 2H₂O
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে NaNO₂ ও NH₄Cl এর মিশ্রণকে উত্তপ্ত করলে কি ঘটে বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”