KMnO₄ ব্যবহারের অসুবিধা- রসায়ন [২০২৩]

KMnO₄ ব্যবহারের অসুবিধা:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “KMnO₄ ব্যবহারের অসুবিধা” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

KMnO₄ ব্যবহারের অসুবিধা

KMnO₄ ব্যবহারের অসুবিধা

আয়তনিক বিশ্লেষণে KMnO₄ ব্যবহারের অসুবিধা নিম্নরূপঃ

১. KMnO₄ এর প্রমাণ দ্রবণ ক্লোরাইড আয়নের (Cl-) উপস্থিতিতে ব্যবহার করা যায় না। কারণ ক্লোরাইড আয়নের বিজারণ বিভব পারম্যাঙ্গানেট আয়নের (MnO₄-) তুলনায় কম হওয়ায়, ক্লোরাইড আয়ন পারম্যাঙ্গানেট আয়ন দ্বারা জারিত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়।

২. KMnO₄ এর প্রমাণ দ্রবণকে বাদামি বোতলে রাখতে হয়। কারণ এটি আলোর উপস্থিতিতে ভেঙ্গে যায়।

৩. KMnO₄ কে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না। তাই KMnO₄ একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে KMnO₄ ব্যবহারের অসুবিধা বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন