সাইটোপ্লাজম (Cytoplasm) কাকে বলে? সাইটোপ্লাজমের কাজ ও বৈশিষ্ট্য- বিস্তারিত [2023]

সাইটোপ্লাজম (Cytoplasm) কাকে বলে? সাইটোপ্লাজমের কাজ ও বৈশিষ্ট্য:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “সাইটোপ্লাজম (Cytoplasm) কাকে বলে? সাইটোপ্লাজমের কাজ ও বৈশিষ্ট্য” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সাইটোপ্লাজম (Cytoplasm) কাকে বলে? সাইটোপ্লাজমের কাজ ও বৈশিষ্ট্য

সাইটোপ্লাজম (Cytoplasm) কাকে বলে? সাইটোপ্লাজমের কাজ ও বৈশিষ্ট্য

সাইটোপ্লাজম কি? (What is Cytoplasm in Bengali/Bangla?)

নিউক্লিয়াস ব্যতীত অর্ধস্বচ্ছ, প্রোটোপ্লাজমের বাকি অংশের নাম সাইটোপ্লাজম।

সাইটোপ্লাজম এবং এর মধ্যস্থ বিভিন্ন প্রকার সজীব ও নির্জীব বস্তুর প্রকৃতি অনুসারে সাইটোপ্লাজমকে তিনভাগে ভাগ করা হয়, যথা– সাইটোপ্লাজমীয় মাতৃকা (matrix), সজীব বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ (organelles) ও নির্জীব বা জড়বস্তুসমূহ।

কাজ : কোষের অঙ্গাণু এবং নির্জীব বস্তুকে ধারণ করে এবং কোষের বিভিন্ন বিপাক ক্রিয়ায় প্রধান স্থানরূপে ব্যবহৃত হয়।

আশা করি সাইটোপ্লাজম (Cytoplasm) কাকে বলে? সাইটোপ্লাজমের কাজ ও বৈশিষ্ট্যএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন