দহন তাপ কি? - রসায়ন [২০২৩]

দহন তাপ কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “দহন তাপ কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

দহন তাপ কি?

দহন তাপ কি?

দহন তাপঃ 1 atm চাপে কোন পদার্থের 1 mole কে সম্পূর্ণরূপে অক্সিজেনে দহন করলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ঐ পদার্থের দহন তাপ বলে। 

যেমনঃ 1 mole অর্থাৎ 16 গ্রাম মিথেনকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে 890 কিলোজুল তাপ শক্তি নির্গত হয়। 

সুতরাং মিথেনের দহন তাপ হচ্ছে 890 kj/mole.


আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে দহন তাপ কি?  বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন